Last Updated: September 11, 2013 15:08

অধ্যক্ষ ও অধ্যাপক নিগ্রহের অভিযোগ থাকলেও ঢুকলেন নায়কের ঢঙে। উত্তর দিনাজপুরে জেলা পরিষদের বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ নিলেন বিতর্কিত তৃণমূল নেতা গৌতম পাল। রীতিমতো পুলিসের কড়া বেষ্টনির মধ্য দিয়ে ঢুকে গেলেন সভাকক্ষে। পুলিস প্রশাসনের কর্তা ব্যক্তিদের সামনে দিয়েই। অথচ মেঘনাদ সাহা কলেজে অধ্যক্ষ ও অধ্যাপক নিগ্রহে এই গৌতম পালের বিরুদ্ধে এফ আই আর দায়ের হয়েছে।
তাঁর স্ত্রী টুকলি করতে গিয়ে ধরা পড়ায় ক্ষুব্ধ হন গৌতম পাল। অভিযোগ, কলেজে গিয়ে রীতিমতো তাণ্ডব চালান তিনি। কিন্তু আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তাঁর বিরুদ্ধে।
First Published: Wednesday, September 11, 2013, 15:13