Last Updated: December 23, 2013 23:23

শিলিগুড়ির সাড়ুগারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিলুপ্ত প্রজাতির সাপ উদ্ধার করল বনকর্মীরা। সাপটির নাম রেড স্যান্ড বোয়া। সাপ পাচারের অভিযোগ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
First Published: Monday, December 23, 2013, 23:23