Last Updated: November 12, 2013 21:03

শর্ট স্ট্রিট কাণ্ডের শুনানি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ব্যাঙ্কশাল আদালত। সরকারি আইনজীবী বক্তব্য রাখার সময় তাঁর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন মমতা আগরওয়ালের আইনজীবীরা। পুলিসের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। এসবের মধ্যেই এজলাসে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মমতা আগরওয়াল। তাঁর বক্তব্য, সবকথা তিনি জানিয়েছিলেন পুলিসকে।
রাষ্ট্রপতিকে পর্যন্ত জানিয়ে রাখা সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন তিনি। কীভাবে গভীর রাতে এতজন দুষ্কৃতী পাঁচিল টপকে বাড়িতে ভিতরে ঢুকে পড়ল, কে বা কারা কী উদ্দেশে ওই বাউন্সারদের পাঠিয়েছিল, সবকিছুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিট্যান ম্যাজিস্ট্রেট অপর্না চৌধুরীর এজলাসে আজ এই মামলার শুনানি হয়। মমতা আগরওয়ালের আইনজীবী সুশান্ত দত্ত সওয়াল করেন, তাঁর মক্কেল যদি কিছু করেও থাকেন তা তিনি আত্মরক্ষায় করেছেন।
স্কুলের অধ্যক্ষা সহ সোমবার ধৃত ১৩ জনকেই এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়৷ প্রথমে অধ্যক্ষা ও তাঁর দু’ই সহযোগীর বিরুদ্ধে দায়ের খুনের মামলার শুনানি শুরু হয়৷ অধ্যক্ষার আইনজীবী বলেন, আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছে৷ রাতের অন্ধকারে পাঁচিল টপকে একদল লোক বাড়িতে ঢুকলে আতঙ্কিত হয়ে পড়াই স্বাভাবিক৷
পাল্টা সওয়ালে সরকার পক্ষের আইনজীবী বলেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে অধ্যক্ষা নিজে গুলি চালাচ্ছেন এবং সহযোগীদেরও গুলি চালাতে বলছেন৷ যে বন্দুক থেকে গুলি চালানো হয়েছে তার লাইসেন্স থাকলেও সেটা অধ্যক্ষার নামে নেই৷
First Published: Tuesday, November 12, 2013, 21:03