Last Updated: June 5, 2014 21:16

সম্পর্কের বরফ কি সত্যিই গলছে? অন্তত বর্তমান ঘটনাতো তারই ইঙ্গিত দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের জন্য শাড়ি পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
মোদী টুইট করে শরিফের উপহারের কৃতজ্ঞতা স্বীকার করলেন। টুইটে মোদী লিখেছেন ``নওয়াজ শরিফ আমার মায়ের জন্য অসাধারণ একটা সাদা শাড়ি পাঠিয়েছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ। খুব শীঘ্র মায়ের কাছে আমি শাড়িটা পাঠিয়ে দেব।``
গতমাসের ২৬ তারিখ মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের দিন মোদী তাঁর সঙ্গে শরিফের কথোপকথন ও সময় কাটাবার কথা টুইটারে তুলে ধরেন।
শরিফকে মোদী তাঁর মায়ের জন্য একটি শাল উপহার দেন।
First Published: Thursday, June 5, 2014, 21:19