Last Updated: January 28, 2014 22:48
টেট কেলেঙ্কারি নিয়ে রাজ্য তোলপাড়। টেট কেলেঙ্কারি নিয়ে ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ খবর, স্টিং অপারেশন দেশজুড়ে তুমুল আলোড়ন ফেলেছে। আমাদের দফতরে বহু অনুরোধ আসছে এই সংক্রান্ত যাবতীয় ভিডিও দেখার। তাই ২৪ ঘণ্টা ডট কম-এ টেট কেলেঙ্কারির যাবতীয় ভিডিও এক সঙ্গে দেওয়া হল এই প্রতিবেদনে--
পর্ব ১-- গোপন ক্যামেরায় তোলা টেট কেলেঙ্কারির প্রথম ভিডিও, যেখানে কেলেঙ্কারির কথা পরিষ্কার উঠে আসছে--
পর্ব ২--ফাঁস হল তৃণমূলের শীর্ষ নেতাদের নাম
পর্ব ৩- কী ভাবে দেওয়া হবে চাকরি
পর্ব ৪--
পুরো ঘটনা পরিষ্কার হয়ে গেল
পর্ব ৫--
খবর প্রকাশ হওয়ার পর দায় এড়ানোর পালা। তবে বোঝাই গেল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা
পর্ব ৬- শিক্ষামন্ত্রী অভিযুক্ত সুরঞ্জনা চক্রবর্তীর পাশে দাঁড়ালেন
পর্ব ৬- আমাদের অনুষ্ঠান আপনার রায়-এ সাধারণ মানুষের ক্ষোভের কথা উঠে এল
পর্ব ৭-- ২৪ ঘণ্টার চ্যালেঞ্জ শিক্ষামন্ত্রীকে। টেপের কণ্ঠস্বর আদৌ সুরঞ্জনা চক্রবর্তীর নয়। কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চব্বিশ ঘণ্টার চ্যালেঞ্জ, কণ্ঠস্বর বিকৃত করা হলে মামলা করুন শিক্ষামন্ত্রী।
পর্ব ৮- অনুব্রতর হুমকি
First Published: Thursday, January 30, 2014, 18:22