বরানগর ধর্ষণকাণ্ডে আটক ১

বরানগর ধর্ষণকাণ্ডে আটক ১

বরানগর ধর্ষণকাণ্ডে আটক ১বরানগর গণধর্ষণ কাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করল পুলিস। আটক ব্যক্তির নাম দিলীপ। বয়ানে ছেলের কাছে দিলীপের নাম বলেন মহিলা।

বৃহস্পতিবার ভোররাতে বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট লাগোয়া রাস্তা থেকে এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করা হয়। এরপর উত্তরপাড়ার কাছে তাঁকে ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা। শুক্রবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ওই মহিলার মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিস।

মৃত্যুকালীন জবানবন্দিতে দিলীপ বলে এক ব্যক্তির নাম করেন ওই মহিলা। ছেলেকে দেওয়া মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি জানান, কী পাশবিক অত্যাচার চলেছে তাঁর ওপর। তাঁর ঝুপড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই দিলীপের বাড়ি। ঘটনার পর থেকেই দিলীপ ফেরার হয়ে যায়। ছেলের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিস। তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। 






First Published: Sunday, February 26, 2012, 12:50


comments powered by Disqus