Last Updated: September 28, 2012 19:48

সম্প্রতি ট্রেলর রিলিজ হয়ে গেল পরিচালক সচিন কুন্দলকরের নতুন ছবি `আইয়া`। রানি এবার টক-ঝাল-মিষ্টির মোড়কে। দক্ষিনি ছবির নায়ক পৃথ্বী রয়েছেন রানির বিপরীতে। ইতিমধ্যেই ছবি বেশ কয়েকটি গান ব্লুটুর্থ, ইনফার্নেটে, ইনট্রানেটে ছড়াতে শুরু করেছে। ছবিতে দেখানো হয়েছে, মারাঠি মুলগি মীনাক্ষী প্রেমে পড়েছে তামিল অভিনেতা সূর্যের। এই ভাবেই এগিয়ে গিয়েছে গল্প। বলতে বাধা নেই ছবির গান গুলো নিতে একটু অসুবিধাই হচ্ছে। পাছে কেউ দেখে ফেলে! বিশেষ করে "ড্রিমম ওয়েকাপম..." রানিকে কুর্নিশ না জানিয়ে পারা যাবে না। যথেষ্টই সাহসী ও উচ্ছ্বোসিত রানি। দখবেন, মোবাইলে লুকিয়ে "ড্রিমম ওয়েকাপম" দেখতে গিয়ে যেন ধরা পড়ে যাবেন না। তাহলেই আইয়া।
এক ঝলকে
লিরিক্স: অমিতাভ ভট্টাচার্য
মিউজিক: অমিত ত্রিবেদী
গান গায়ক
১. "ড্রিমম ওয়েকাপম" সম্যা রাওহ ৩:৩১
২. "সাভা ডলার (লাভনি)" সুনিধি চওহান ৪:৪৯
৩. "আগ বাই" শালমলি খোলগাডে, মোনালি ঠাকুর ৪:২৫
৪. "মহেক ভি" শ্রেয়া ঘোষাল ৫:১৮
৫. "হোয়াট তু ডু" স্নেহা খানয়ালকর, অমিতাভ ভট্টাচার্য ৪:০৬
৬. "ওয়াকরা" অমিত ত্রিবেদী ৪:০৬
First Published: Friday, September 28, 2012, 19:48