টাইম ম্যাগাজিনের কভারে আমির

টাইম ম্যাগাজিনের কভারে আমির

টাইম ম্যাগাজিনের কভারে আমির বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়ে টাইম ম্যাগাজিনের কভারে এলেন আমির খান। আমির ছাড়াও তালিকায় জায়গা পেয়েছেন অর্থমন্ত্রী পি চিদম্বরম, দিল্লির আইনজীবী বৃন্দা গ্রোভার, ক্যালিফোর্নিয়ার ভারত-মার্কিন অ্যাটরনি জেনারেল কমলা হ্যারিস, মালালা ইউসুফজাই ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আমির টাইম ম্যাগাজিনের কভারে ঠাঁই পাওয়ায় তাঁর প্রভূত প্রশংসা করেছেন এ আর রহমান। রহমান বলেন, "ভারতে সামাজিক চেতনা গড়ে তুলতে আমির তাঁরে প্রভাবকে ব্যবহার করেছে। এই কারণেই আমির আজ টাইম ম্যাগাজিনের কভারে। আমির স্পষ্টবাদী। ও নিজের ঈশ্বরদত্ত ক্ষমতা দিয়ে মানুষকে খুব কঠিন কথা সহজ ভাবে বোঝাতে পারে। আমির যে কাজ শুরু করেছে তাতে সত্যিই দেশে পরিবর্তন আসবে। জয় হো!"


First Published: Friday, April 19, 2013, 17:52


comments powered by Disqus