ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাতে আমির

ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাতে আমির

ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাতে আমিরব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দেখা করলেন আমির খান। মঙ্গলবার দিল্লির জানকি দেবী মেমোরিয়াল কলেজে ছাত্তছাত্রীদের সঙ্গে প্রশ্নত্তোর পর্বে একসঙ্গে অংশ নেন ক্যামেরন ও আমির।

কিছুদিন আগেই টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে আমিরের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ক্যামেরন। তার পর থেকেই সুযোগের অপেক্ষায় ছিলেন দুই পক্ষই। আমিরের সত্যমেব জয়তে-রও বিশাল ভক্ত ক্যামেরন। বলিউড অভিনেতাদের মধ্যে একমাত্র আমিরের সঙ্গেই দেখা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

রাজু হিরানির আগামী ছবি পিকে-র শুটিংয়ের জন্য আপাতত রাজস্থানে রয়েছেন আমির।








First Published: Tuesday, February 19, 2013, 23:03


comments powered by Disqus