Last Updated: October 15, 2012 21:07

থ্রি-ইডিয়টস`, `তালাশ` ছবিতে বেগম টু বি বেবোর সঙ্গে কাজ করেছিলেন আমির। নিমন্ত্রণও পেয়েছেন বিয়েতে। সব ব্যাপারেই যিনি হটকে, বিয়ের উপহারেও যে তিনি নিজের অভিনবত্বের ছোঁয়া রাখবেন তা বলাই বাহুল্য। তাই মুম্বইতে করিনার রিসেপশনের দিনটিকেই `তালাশ`-এর মিউজিক রিলিজের জন্য বেছে নিয়েছেন আমির।
আপাতত শিকাগোয় `ধুম থ্রি` ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও ১৮ অক্টোবর সইফিনার দাওয়াত-ই-ওয়ালিমায় উপস্থিত থাকতে মুম্বই উড়ে আসছেন আমির। তালাশের প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির সঙ্গে স্পেশ্যাল মিউজিক রিলিজ প্ল্যান করেছেন খান পারফেকশনিস্ট। আমির, রানি মুখার্জি, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রিমা কতগি...পুরো তালাশ টিম একসঙ্গেই আসবে সেদিন করিনাকে উইশ করতে।
First Published: Monday, October 15, 2012, 23:33