AAP 2nd cadidate list

আম আদমি পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকায় থাকছেন মহাত্মার ও শাস্ত্রীজীর নাতি

দিনকয়েকের মধ্যেই ফের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে আম আদমি পার্টি। এবারের তালিকায় বেশ ব়ড়সড় চমক অপেক্ষা করছে। তালিকায় থাকতে পারে মহাত্মা গান্ধীর ও লালবাহাদুর শাস্ত্রীর নাতির নাম। আজই আপে যোগ দিয়েছেন মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী।

১৬ ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনে দলের প্রথম প্রার্থী তালিকাতেই চমক দিয়েছিল আম আদমি পার্টি। তবে এবারের তালিকায় আরও চমক অপেক্ষা করছে বলে দলীয় সূত্রে খবর। শুক্রবারই দলে এসেছেন মহাত্মা গান্ধীর নাতি দেবদাস গান্ধীর ছেলে রাজমোহন গান্ধী। কোন কেন্দ্রে তিনি লড়বেন তা স্থির না হলেও, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তা একপ্রকার পাকা।

আপের হয়ে প্রার্থী হতে পারেন লালবাহাদুর শাস্ত্রীর ছেলে আদর্শ শাস্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কেন্দ্র লখনউ আদর্শ শাস্ত্রীকে দাঁড় করানোর কথা ভাবনাচিন্তা করছে কেজরিওয়ালের দল। এছাড়াও অমৃতসর কেন্দ্রে বিজেপির নভজোত সিং সিধুর বিরুদ্ধে দাঁড়াতে পারেন বিখ্যাত গায়ক রব্বি শেরগিল। প্রাক্তন মন্ত্রী রাখী বিড়লাকে দেখা যেতে পারে নিউ দিল্লি কেন্দ্রে। শিল্পপতি রাজীব বাজাজ থাকতে পারেন আপের প্রার্থী তালিকায়।

দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে আপ। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী এবং বিজেপির প্রধান মন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তাদের আক্রমণের নিশানা করতে চায় কেজরিওয়ালের দল। বৃহস্পতিবারই টুইটারে মোদীকে উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেও প্রাকৃতিক গ্যাস দুর্নীতির অভিযোগ হাতছাড়া করতে নারাজ অরবিন্দ কেজরিওয়াল। নরেন্দ্র মোদীকে এনিয়ে চিঠি দিয়েছেন আপ নেতা। মুকেশ আম্বানি নিয়ে মোদীর অবস্থান জানতে চেয়েছেন ওই চিঠিতে। একই চিঠি পাঠিয়েছেন রাহুল গান্ধীকেও।

First Published: Saturday, February 22, 2014, 18:13


comments powered by Disqus