কমনওয়েলথ দুর্নীতির এফআইআর-এ নাম শীলা দীক্ষিতের, নির্দেশ কেজরিওয়ালের সরকারের

কমনওয়েলথ দুর্নীতির এফআইআর-এ নাম শীলা দীক্ষিতের, নির্দেশ কেজরিওয়ালের সরকারের

কমনওয়েলথ দুর্নীতির এফআইআর-এ নাম শীলা দীক্ষিতের, নির্দেশ কেজরিওয়ালের সরকারেরদুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু আপ সরকারের। ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কমনওয়েলথ গেমসের সময় দিল্লির স্ট্রিট লাইট কেলেঙ্কারি নিয়ে এফআইআর দায়েরে নির্দেশ দিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার। সেই এফআইআর-এ নাম রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিত সহ আরও অনেকের। কমনওয়েলথ গেমস দুর্নীতি নিয়ে প্রকাশিত ক্যাগ রিপোর্টেই দিল্লির স্ট্রিট লাইট কেলেঙ্কারির উল্লেখ রয়েছে।

সেখানে অভিযোগ করা হয়েছে, সেই সময় রাজধানীকে সাজাতে তত্‍কালীন শীলা দীক্ষিতের সরকার বাজার দরের চেয়ে তিনগুন বেশী দামে স্ট্রিট লাইট কিনেছিল। ভোটের আগেই আপের তরফে বলা হয়েছিল ক্ষমতায় এলে তারা কমনওয়েলথ গেমস সহ সব দুর্নীতিরই তদন্ত করা হবে। সেক্ষেত্রে কংগ্রেস কিম্বা বিজেপি। কাউকেই ছেড়ে দেওয়া হবে না। সেই কাজেরই প্রথম ধাপ হিসেবে এই তদন্তের নির্দেশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

First Published: Thursday, February 6, 2014, 12:09


comments powered by Disqus