AAP leader Kumar Vishwas to hold rally in Amethi today

রাহুলের মাটি আমাঠিতে আজ কুমার বিশ্বাসের সমাবেশ, লোকসভা ভোট পর্যন্ত সেখানেই ঘাটি গাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাহুলের মাটি আমাঠিতে আজ কুমার বিশ্বাসের সমাবেশ, লোকসভা ভোট পর্যন্ত সেখানেই ঘাটি গাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাহুলের মাটিতে আজ `জনবিশ্বাস সমাবেশ` করছেন আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস। আমেঠি থেকে বরাবর লোকসভা ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেস সহ সভাপতি। আর রবিবার সেখানেই বক্তব্য রাখবেন কুমার বিশ্বাস।

সূত্রের খবর লোকসভা ভোট পর্যন্ত আমাঠিতে থাকার কথা একপ্রকার পাকা করে ফেলেছেন বিশ্বাস। আর আজকের সমাবেশ মঞ্চ থেকে নিশানা বানানো হবে সোনিয়া পুত্রকে। সেটাও নিশ্চিত। তবে আজকের সমাবেশ ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আপ নেতারা।

আজ কুমার বিশ্বাস আমেঠি পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গতকালও কুমার বিশ্বাসের সাংবাদিক বৈঠক চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুলায়েম সিংয়ের ইউথ ব্রিগেড থেকে গ্রেফতার হন সাইফ জাফারি নামে একজন। গতকাল সাংবাদিকদের সম্মেলন শুরু হতেই বিশ্বাসকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। সংখ্যালঘু ভাবাবেদকে আঘাত করেছেন আম আদমি নেতা। অভিযোগ করা হয় এরকরমই।

First Published: Sunday, January 12, 2014, 13:18


comments powered by Disqus