Last Updated: December 9, 2013 22:53

বিশ্বের সেরা একদিনের দলকে হারিয়ে সিরিজ জিতে গর্বিত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এ বি ডেভিলিয়ার্স । তাঁর বক্তব্য একনম্বর দলকে হারানোর মজাই আলাদা। জোহানেসবার্গের পর ডারবানেও জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়াসরা।
স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। গত দুবছর সময়টা ভাল যাচ্ছিল না প্রোটিয়াসদের। কিন্তু তাসত্বেও এক দল ধরে রাখে তারা। শেষ দশটা একদিনের ম্যাচের মধ্যে সাতটাতেই জিতেছেন কালিস-রা। পরিসংখ্যানই বলে দিচ্ছে ছন্দে ফিরতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসদের বিরুদ্ধে ধারাবাহিকতার অভাবের যে বদনাম ছিল,তা ক্রমশ মুছতে শুরু করেছে আমলাদের পারফরম্যান্সে।
First Published: Monday, December 9, 2013, 22:53