তরুণীকে অপহরণ করে খুনের অভিযোগ মালদায়

তরুণীকে অপহরণ করে খুনের অভিযোগ মালদায়

এক তরুণীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল মালদার কালিয়াচকে। ওই তরুণীর পরিবারের অভিযোগ, দেহ ব্যবসায় রাজি না হওয়ায় তাকে খুন করা হয়েছে। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও পুলিস নিষ্ক্রিয় বলে অভিযোগ পরিবারের। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে পরিবার।

গত আগস্ট মাসে মালদা কালিয়াচকের আলিনগরের বাসিন্দা নাজমিন খাতুনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েকজন মুম্বই নিয়ে যায় বলে অভিযোগ। মুক্তালিম শেখ, নিলুপা ইয়াসমিন, আব্দুল শেখ, তাজমিরা বিবি, মারুফ শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় নাজমিনের পরিবার। গত ১৪ ফেব্রুয়ারি নাজমিনের মৃত্যুর খবর আসে কালিয়াচকে। পরিবারের অভিযোগ, মুম্বইয়ে নিয়ে গিয়ে দেহ ব্যবসায় তাকে নামাতে চাইলেও রাজি হয়নি নাজমিন। তাই তাকে খুন করা হয়েছে।

জেলা পুলিসের দ্বারস্থ হয়ে কোনও লাভ হয়নি বলে নাজমিনের পরিবারের অভিযোগ। অভিযোগ জানানোর পরও কেন নাজমিন খাতুনকে উদ্ধারের কোনও চেষ্টা করল না পুলিস, তা নিয়ে উঠছে প্রশ্ন।

First Published: Monday, February 17, 2014, 08:35


comments powered by Disqus