ঘর ছাড়ছেন অভি-অ্যাশ?

ঘর ছাড়ছেন অভি-অ্যাশ?

ঘর ছাড়ছেন অভি-অ্যাশ? বিয়ের পর থেকে ৬ বছর শ্বশুর বাড়িতেই জলসায় থাকতেন ঐশ্বর্য রাই বচ্চন। দীপাবলি, করবা চৌথ, জন্মদিন সবই ছিল পারিবারিক অনুষ্ঠান। তবে এতদিন পর বোধহয় বাবা, মায়ের থেকে আলাদা হয়ে নিজেদের সংসার পাততে চলেছেন অভি-অ্যাশ। সূত্রে খবর, কন্যা আরাধ্যাকে নিয়ে নিজেদের নতুন বাড়িতে চলে যাচ্ছেন অভিষেক-ঐশ্বর্য।

আপাতত ঐশ্বর্যর পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভি-অ্যাশ। বিয়ের দু`বছর পর ২০০৯ সালে ওপরা উইনফ্রের শোয়ে শ্বশুর বাড়িতে থাকা নিয়ে প্রশ্নের উত্তরে ঐশ্বর্য বলেছিলেন, "এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি বিয়ের আগে আমার বাবা, মায়ের সঙ্গে থাকতাম। অভিষেকও তাই। কাজেই বিয়ের পর যে পরিবারের সঙ্গে থাকব সেটাই তো স্বাভাবিক।"

বিয়ের আগে ২০০৫ সালে ডেভিড ল্যাটারম্যানের শোয়ে ভারতীয়দের পরিবারের সঙ্গে থাকা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ঐশ্বর্য বলেছিলেন, "ভারতে পরিবারের সঙ্গে খুব স্বাভাবিক। আমাদের দেশে মা, বাবার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়ন্টমেন্ট নিতে হয় না।"

First Published: Tuesday, November 26, 2013, 19:38


comments powered by Disqus