আত্মজীবনীর মাধ্যমে ক্ষোভ প্রকাশ অভিনব বিন্দ্রার, Abhinab Bindra accuses infrastructure

আত্মজীবনীর মাধ্যমে ক্ষোভ প্রকাশ অভিনব বিন্দ্রার

আত্মজীবনীর মাধ্যমে ক্ষোভ প্রকাশ অভিনব বিন্দ্রারবেজিং অলিম্পিকের পর অবসর নিতে চেয়েছিলেন ভারতের শুটার অভিনব বিন্দ্রা। অলিম্পিকের সোনা জয়ের পর ভারতীয় শুটিংয়ের পরিকাঠামোর উন্নতির জন্য বহু চেষ্টা করেও কোন ফল পাননি অভিনব বিন্দ্রা। বিন্দ্রার মতে আইওএর কর্তাদের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে আর শুটিংকে তাঁরা ভাল ভাবে বোঝেননা। তাই অবসর নেওয়ার ভেবেছিলেন তিনি। আত্মজীবনীর মাধ্যমে এমনটাই জানিয়েছেন অভিনব বিন্দ্রা। 

First Published: Sunday, October 23, 2011, 13:12


comments powered by Disqus