Last Updated: April 26, 2014 16:41
সারদাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত তুলোধনা করল কংগ্রেস। রাজ্যে তৃতীয় দফার ভোটের আগে কলকাতায় এসে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি নাম পরিবর্তন করে দিয়ে গেলেন তৃণমূলের। যদিও সবশেষে বুঝিয়ে দিয়েছেন, সরকার গড়তে তৃণমূলের সমর্থন প্রয়োজন হলে তাতে কোনও আপত্তি নেই তাঁদের।
তৃণমূল কংগ্রেস। সকলের কাছে বেশি পরিচিত টিএমসি নামে। কংগ্রেস মুখপাত্র কলকাতায় এসে বদলে দিয়ে গেলেন নামটা। তিনি বলেন, "আপনারা নিশ্বই SFC শুনেছেন (সারফা ফ্রড কেস)। কিন্তু আপনারা TMC?- তৃণমূল মডেল চিট"।
কেন এমন নামকরণ? অভিষেক মনু সিংভির দাবি, সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে রাজ্যের সমস্ত ধরনের দুর্নীতি এবং অনিয়মে উঠে আসছে তৃণমূল নেতাদের নাম। তিনি বলেন, "এমন কোনও দুর্নীতি পাবেন না যেখানে তৃণমূল নেতাদের নাম জড়িয়ে নেই।"
গত আড়াই বছরে কী কী অপশাসন রাজ্যে হয়েছে, নরেন্দ্র মোদীর গুজরাতের সঙ্গে এরাজ্যের মিল কোথায়, তারও বিস্তারিত তালিকা এদিন তুলে ধরেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা। তবে এতকিছুর পরেও কিন্তু কেন্দ্রে সরকার গঠনের প্রয়োজন হলে তৃণমূলের সমর্থন যে তাঁরা নেবেন না, তা কিন্তু একবারও বলতে শোনা যায়নি অভিষের মনু সিংভিকে। মনু সিংভি বললেন, "মোদী আর মমতার মধ্যে কোনও পার্থক্য নেই।" তাঁর কথায় অম্বিকেষ মহাপাত্র থেকে শিলাদিত্য চৌধুরীর ঘটনায় স্পষ্ট এই সরকার কতটা অসহিষ্ণু।
First Published: Saturday, April 26, 2014, 16:41