Last Updated: May 31, 2013 21:08

মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবীর গোস্বামী। কুসুম ও পেয়ার কা দর্দ সিরিয়ালের জনপ্রিয় চরিত্রে অভিনয় করা আবীর প্রতিদিনের মত শুক্রবার বিকেলেও জিমে গিয়েছিলেন শরীর চর্চা করতে। সেখানেই হঠাত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আবীর।
কিছুদিনের মধ্যেই কলকাতায় এসে বাংলা ছবি সাক্ষাতের শুটিং করার কথা ছিল আবীরের। অভিনেত্রী সায়ন্তনী ঘোষ জানালেন, "আজ ১: ১৫ নাগাদ আবীরের সঙ্গে ফোনে কথা হয়েছিল। আমারা একসঙ্গে সিনেমায় যাওয়ার কথা ভাবছিলাম। তারপরই ৩টের সময় এল দু:সংবাদ। আমি ভাবতেই পারছি না।"
হোটেল কিংসটন, কুমকুম, ছোটি মা, বদলতে রিস্তোঁ কি দস্তান ও ঘর আজা পরদেশি সিরিয়ালে অভিনয় করেছিলেন আবীর। মারা যাওয়ার আগের দিনই টুইটারে পরিচালক ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর খবর পেয়ে টুইট করেছিলেন আবীর। লিখেছিলেন, "ঋতুদা তোমার আত্মার শান্তি কামনা করি। এই জীবনে তোমার সৃষ্টি দেখতে পেয়েছি। আমি গর্বিত।"
First Published: Friday, May 31, 2013, 21:08