Last Updated: March 28, 2014 23:52
প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন মাওবাদী সন্দেহে ধৃত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিষেক মুখার্জি। কয়েকদিন আগেই তাঁর জামিনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
দুহাজার বারো সালের সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিসের এসটিএফ গ্রেফতার করে অভিষেক মুখার্জিকে। গ্রেফতার হন সুনীল মণ্ডল ও সুভাষ রায়। অভিষেক কিষেণজি ঘনিষ্ঠ মাওবাদী নেতা বলে দাবি করে পুলিস। সিঙ্গুর, নন্দীগ্রাম এবং লালগড় আন্দোলনেও সক্রিয় ছিলেন অভিষেক। ছাড়া পাওয়ার পর অভিষেকের প্রতিক্রিয়া, সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলনকে ভোটের স্বার্থে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
First Published: Friday, March 28, 2014, 23:52