Last Updated: February 18, 2013 21:14

মার্চের শুরুতেই মুক্তি পাচ্ছে অরিন্দম শীল পরিচালিত আবর্ত। স্বপ্নভাঙার কাহিনি নিয়েই আবর্তিত আবর্ত। ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী, জয়া আসান, রেশমি ঘোষ, কৌশিক গাঙ্গুলি ও শাশ্বত চ্যাটার্জি।
কাজপাগল শ্যামল(টোটা) গত ১৫ বছর ধরে কেরিয়ারের জন্য ব্যক্তিগত জীবন অবহেলা করে এসেছে। চারু(জয়া আসান) শ্যামলের স্ত্রী, স্বামীর উচ্চাকাঙ্খার সঙ্গে মানিয়ে নিলেও তারকা ক্রিকেটার হরির(আবীর) প্রতি আকৃষ্ট। দুলি(রেশমি ঘোষ) শ্যামলের সেক্রটারি সবসময়ই পদোন্নতি চায়। বসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেও ফেলে আসা জীবনের স্মৃতি এলোমেলো করে তাকে। ছবির শেষে শ্যামল আবিষ্কার করে তার বহুদিনের স্বপ্ন। কিন্তু ততক্ষণে অজান্তেই আবেগ, উচ্চাকাঙ্খার জালে পড়েছে সে। ছবির শেষে শ্যামলের মুক্তি হবে কি না সেই প্রশ্নেরই উত্তর দেবে আবর্ত।
আগামী পয়লা মার্চ মুক্তি পাচ্ছে আবর্ত।
First Published: Monday, February 18, 2013, 21:14