Last Updated: October 7, 2012 19:16

লস্কর-ই-তইবা সদস্য আবু হামজাকে আমেরিকাকে হস্তান্তর করল ব্রিটেন। হামজার সঙ্গে আরও পাঁচ সন্দেহভাজন ব্যক্তিকে আমেরিকাকে হস্তান্তর করা হয়েছে।
ব্রিটেনের ওয়ারচেস্টারশায়ারের লং লার্টিন জেল থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাঁদের সাফোল্কে নিয়ে আসা হয়। আমেরিকায় আবু হামজার বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ রয়েছে। এর মধ্যে বিদেশী নাগরিকদের আটকে রাখা, একটি জঙ্গি প্রশিক্ষণ শিবির স্থাপনের পরিকল্পনার মতো গুরতর অভিযোগ রয়েছে। হামজা সঙ্গে রয়েছেন বাবর আহমাদ, সৈয়দ তালহা আহসান, আদেল আবদুল বারি ও খালেদ আল-ফাওয়াজ।
First Published: Sunday, October 7, 2012, 19:16