ডালুর ওপর হামলার তদন্ত করুক কেন্দ্র, দাবি প্রদীপের

ডালুর ওপর হামলার তদন্ত করুক কেন্দ্র, দাবি প্রদীপের

ডালুর ওপর হামলার তদন্ত করুক কেন্দ্র, দাবি প্রদীপের কালিয়াগঞ্জে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর কনভয়ে হামলার ঘটনার তদন্ত করাতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা দলকে দিয়ে। দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ আনা হয়, প্রচারের সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমাবাজি করে ও গুলি চালায়। 

যদিও রাজ্য পুলিসের পক্ষ থেকে  হামলার অভিযোগ স্বীকার করা হয়নি।  আজ ওই এলাকা পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। কথা বলেন স্থানীয় বাসিন্দা ও কালিয়াচক থানার আইসির সঙ্গে। ঘটনাস্থল থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। 

First Published: Wednesday, July 17, 2013, 19:03


comments powered by Disqus