Last Updated: June 6, 2014 13:39

হাওড়ার ব্যাতাইতলায় নিয়ন্ত্রণ হারিয়ে ঝুপড়িতে ঢুকে পড়ল ট্রেলার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। একজনের নাম আশা সিং। গুরুতর আহত চারজন ভর্তি রয়েছেন হাসপাতালে।
ঘটনার পরই রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিসের বাইকেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে র্যাফ। পুলিস মহিলাদের উপর লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ। এই খবর করতে গিয়েই আক্রান্ত হয় চব্বিশ ঘণ্টা। চব্বিশ ঘণ্টার সাংবাদিকের উপর চড়াও হয় এলাকার বাসিন্দারা। হামলাকারীরা তৃণমূল সমর্থক বলে মনে করা হচ্ছে।
সংবাদমাধ্যমের আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন এলাকার কাউন্সিলর।
First Published: Friday, June 6, 2014, 14:53