ডোমজুড়ে পথ দূর্ঘটনায় মৃত ৬

ডোমজুড়ে পথ দূর্ঘটনায় মৃত ৬

Tag:  AccidentDomjurLori6 killed
ডোমজুড়ে পথ দূর্ঘটনায় মৃত ৬হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন ৩ জন।

রবিবার সকালে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গাড়ি খড়গপুরের দিক থেকে আসছিল। অঙ্কুরহাটির সরস্বতী সেতুর কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে ঢুকে পড়ে গাড়িটি। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। দুর্ঘটনার পর থেকেই পলাতক লরির চালক।  

First Published: Sunday, September 9, 2012, 09:32


comments powered by Disqus