Last Updated: February 25, 2012 20:34

শনিবার ইস্টবেঙ্গলের অনুশীলনের শুরুতেই বিপত্তি। মাঠে পড়ে গিয়ে ডান হাতের হাড় ভাঙলেন ডিফেন্ডার সুনীল কুমার।
এমনিতেই ডিফেন্স নিয়ে জেরবার ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মরগ্যান। সুনীল কুমারের চোট ঘরোয়া লিগের ম্যাচের আগে নতুন করে সমস্যা বাড়াল লাল-হলুদ শিবিরে। মরগ্যান স্বীকার করে নিচ্ছেন উগা ওপারা ছাড়া সেন্ট্রাল ডিফেন্সে খেলার মত কোন ফুটবলার নেই।
সুনীলের হাতের চোট বেশ গুরুতর। অন্তত পক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
First Published: Saturday, February 25, 2012, 20:34