Last Updated: September 30, 2012 17:46

ট্রাক অটোর সংঘর্ষে মৃত্যু হল চারজনের। রবিবার সকালে ঝাড়খন্ডের নিরশায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচটি অটোকে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা সহ চারজনের। আহত ছয়জনকে ধানবাদ পাটুলিপুত্র মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মৃতদেহ আটকে রেখে দুই নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
First Published: Sunday, September 30, 2012, 17:46