Last Updated: November 17, 2012 11:34

সাত সকালেই দ্বিতীয় হুগলি সেতুতে ট্রেলার উল্টে ব্যাপক যানজট শহরে। আজ সকালে দুটি ট্রেলারের মধ্যে সংঘর্ষের জেরেই এই বিপত্তি। ধাক্কা খেয়ে সেতুর ওপর আড়াআড়িভাবে উল্টে যায় ট্রেলার দুটি।
দুটি ট্রেলারের মধ্যে রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটে। এর ফলে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে পরেছে। ব্যাপক যানজট দেখা দিয়েছে কলকাতা ও হাওড়ার একাধিক রাস্তায়। এজেসি বোস রোড, কার্ল মার্কস সরণি, কমিশারিয়েট রোড, সার্কুলার গার্ডেন রিচ রোড, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, রোলান্ড রস সরণি এবং প্রণবানন্দ সরণিতে যান চলাচল বিপর্যস্ত। অকল্যান্ড রোড, এপিসি রোড, এজেসি বোস রোড ফ্রাইওভার থেকে পার্ক সাকার্স সেভেন পয়েন্টসে যান চলাচল হচ্ছে খুবই ধীরগতিতে। হাওড়ায় ফোরশোর রোড, বেলিলিয়াস রোড, কোনা এক্সপ্রেসওয়ে, মন্দিরতলা রোড, জগত মুখার্জি রোডসহ আটটি রাস্তাতেও যান চলাচল বিপর্যস্ত। ইতিমধ্যে সেতুর ওপর থেকে ট্রেলার সরানোর কাজ শুরু হয়েছে।
First Published: Saturday, November 17, 2012, 11:34