Last Updated: September 21, 2013 12:42

এক্সাইড মোড়ে ট্যাক্সিতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিবাস। সকাল সাড়ে নটায় ঘটে এই দুর্ঘটনা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এলগিন রোড শাখার সামনে WB 04 6266 নম্বরের ট্যাক্সিতে প্রথম ধাক্কা মারে গড়িয়া স্টেশন থেকে হাওড়া স্টেশনগামী ওই মিনিবাস। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মেরে পরে ফুটপাথে গিয়ে উল্টে যায় WB 19 D 5299 নম্বরের বাসটি।
ঘটনায় বাসের ৩ যাত্রী ও এক পথচারি আহত হন। তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাসটি তুলে নিয়ে আসে ভবানীপুর থানার পুলিস। বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।
First Published: Saturday, September 21, 2013, 12:44