রাতের কলকাতায় বড়সড় পথ দুর্ঘটনা, হত ১, জখম ১৬

রাতের কলকাতায় বড়সড় পথ দুর্ঘটনা, হত ১, জখম ১৬

রাতের কলকাতায় বড়সড় পথ দুর্ঘটনা, হত ১, জখম ১৬রাতের মহানগরে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম আরও ১৬ জন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে রেড রোডে একটি গাড়ির সঙ্গে ম্যাটাডোরের সংঘর্ষ হয়।

সোমবার রাত সাড়ে দশটা নাগাদ রেড রোডে ম্যাটাডোরের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। পুলিস এবং স্থানীয় লোকজনদের সাহায্যে দুর্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম- হাসপাতালে। পথেই মৃত্যু হয় একজনের। আহতদের মধ্যে সাত জন হাসপাতালে ভর্তি। যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ধর্মতলা থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই ম্যাটাডোরটি৷

খবর পেয়ে রাতেই এসএসকেএম হাসপাতালে যান পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তিনি জানান, আহতদের চিকিত্সায় সরকার সবরকমের সাহায্য করবে। গাড়ি ও ম্যাটাডোরটিকে আটক করেছে পুলিস।

রাতের কলকাতায় বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা দিন দিন বাড়ছে। ধর্মতলা, বাইপাস সহ শহরের বেশ কিছু অঞ্চলে ট্রাক, ট্যাক্সি, বাইকের বেপরোয়া চলাচলে জীবনের ঝুঁকি ক্রমশ বাড়ছে। ট্রাফিকের চাপ সেভাবে না থাকায় সিগন্যাল রাত ১০টার পরে অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে, ট্রাফিক পুলিসের সংখ্যাও বেশ কম থাকছে। এই সুযোগে চলছে নিয়মভাঙার খেলা। সেই নিয়মভাঙার খেলার মাশুলই গুনতে হচ্ছে। এই পথ দুর্ঘটনা প্রমাণ করল রাতের কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণে নিয়ম ঢেলে সাজানোর সময় এসেছে।

First Published: Tuesday, December 3, 2013, 10:38


comments powered by Disqus