Last Updated: May 14, 2013 10:58

বরযাত্রী বোঝাই মিনিবাস ও ট্রেনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বোকালি মাঠে। আহতদের কোচবিহার এমজেএন হাসপাতাল ও আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রাতে কোচবিহারের ফালাকাটা থেকে মোদকপাড়ায় যাচ্ছিল বরযাত্রী বোঝাই একটি মিনিবাস। কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছনর আগেই দুর্ঘটনা। একটি প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হওয়ার সময় মিনিবাসকে ধাক্কা মারে কামাক্ষ্যা-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস। ইঞ্জিনের সামনের অংশে আটকে যায় মিনিবাসটি। বাসে প্রায় পয়ষট্টি জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই জখম হন। আহতদের কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের আঘাত গুরুতর। রাতেই তাঁদের অস্ত্রোপচার করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।
দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করে পুলিস ও দমকল। আলিপুরদুয়ার থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। ক্রেনের সাহায্যে বাসটিকে রেল লাইন থেকে সরিয়ে ফেলা হয়।
First Published: Tuesday, May 14, 2013, 10:58