Last Updated: December 3, 2013 14:28

রাজ্যের প্রশাসনিক কার্যালয় নবান্নর কাছে সংযোগকারী সেতুর মুখে উল্টে গেল ডালডাবোঝাই ট্যাঙ্কার। দুর্ঘটনার জেরে দুটি লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্য লেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি।
আজ সকাল দশটা নাগাদ ডালডা বোঝাই ওই ট্যাঙ্কারটি সেতুর মুখে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কোনা এক্সপ্রেসওয়ের দিক থেকে টোল প্লাজার দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। দুর্ঘটনার জেরে সমস্ত ডালডা রাস্তাতেই ছড়িয়ে বিপত্তি বেঁধেছে।
ঘটনার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটি তোলা সম্ভব হয়নি। ঘটনাস্থলে আছেন দমকল এবং পুলিসের উচ্চপদস্থ কর্তারা।
First Published: Tuesday, December 3, 2013, 14:28