Last Updated: September 23, 2013 19:05
বিধাননগর মহকুমা আদালত চত্বর থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত। পলাতক অভিযুক্তের নাম রঞ্জন ঢাল। ওই বন্দির বিরুদ্ধে বিধাননগর,লেকটাউন এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।
ভূবনেশ্বর থেকে আরও তিনজনের সঙ্গে রঞ্জন ঢালকে গ্রেফতার করে পুলিস। আজ লেকটাউন থানা থেকে বিধাননগর মহকুমা আদালতে নিয়ে আসা হয় ওই বন্দিকে। আদালতের লকআপে নিয়ে যাওয়ার সময়ই পুলিসের চোখে ধুলো দিয়ে পালায় ওই বন্দি। পুলিস ওই বন্দির খোঁজে তল্লাশি শুরু করেছে।
First Published: Monday, September 23, 2013, 19:05