Last Updated: March 25, 2014 17:00

সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ১। গতকাল গরফা এলাকা থেকে শুভদীপ পাল নামে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিস। অভিযোগ, বেসরকারি সংস্থার থ্রিডি অ্যানিমেশন মেশিনে কাজ করতে করতে ফেসবুকে এলাকার মেয়েদের ফাঁদে ফেলতে পারদর্শী হয়ে উঠেছিল শুভদীপ।
গতকাল দক্ষিণ কলকাতার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে শুভদীপের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ঐ তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ জমায় শুভদীপ। সোমবার তাঁর পিজিতে তরুণীকে ডেকে পাঠিয়ে নির্যাতন করা হয়ে বলে অভিযোগ। শারীরিক নিগ্রহের ছবি তুলে মেয়েটিকে ভয় দেখায় শুভদীপ। রাতে নির্যাতিতা তরুণী অসুস্থ হয়ে পড়লে বাড়িতে জানাজানি হয়। মধ্যরাতে থানায় শুভদীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে তরুণীর পরিবার। রাতেই মেয়েটিকে দিয়ে ফোন করিয়ে অভিযুক্তকে ডেকে পাঠায় পুলিস। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। নির্যাতিত তরুণীকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধৃত শুভদীপকে জেরা করে পুলিস জানতে পেরেছে, এর আগেও সোশাল মিডিয়ায় ধর্ষণের জঘন্য জাল পেতে ছিল সে। প্রথমে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব। তারপর নিজের পেইং গেস্ট হাউসে ডেকে পাঠিয়ে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন। ধর্ষণের ছবি তুলে মেয়েদের ভয়ও দেখাত শুভদীপ।
First Published: Tuesday, March 25, 2014, 17:00