Last Updated: August 27, 2012 12:18

শনিবারের ঘটনার ৪৮ ঘণ্টা না কাটতেই ফের এক মহিলার গায়ে অ্যাসিড ছোঁড়াকে ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির হিন্দমোটর এলাকায়। রবিবার গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে অ্যাসিড ছুঁড়ে দেয় দুষ্কৃতীরা। বাড়ির উঁচু প্রাচীর ডিঙিয়ে এক বা একাধিক দুষ্কৃতী জানলা দিয়ে অ্যাসিড ছোঁড়ে বলে জানিয়েছেন পরিবারে লোকজন। পরিবারের তরফে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বছর ৪৮-এর ওই মহিলার ওপর কেন অ্যাসিড-আক্রমণ হল তা নিয়ে ধন্দে পুলিস। তবে পুলিস সাত দিনের মধ্যে অপরাধীকে গ্রেফতারের আশ্বাস দিয়েছে। আহত ওই মহিলাকে উত্তপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা স্থিতিশীল হলেও অ্যাসিডে দেহের বেশ কিছু জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকেরা।
শনিবারই হুগলির পাণ্ডুয়ার দাবড়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাঁর মাথায় অ্যাসিড ঢেলে দেয় এক দুষ্কৃতী। শরীরে ৫০ শতাংশ ক্ষত নিয়ে ওই তরুণী এখন হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা সঙ্কটজনক। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে একজন ওই তরুণীর কাকা। এই ঘটনা ঘটেছে।
মায়ের সঙ্গে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন তরুণী। ফেরার সময় সুইট মণ্ডল নামের এক ব্যক্তি তরুণীর মাথায় অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। সুইট সম্পর্কে ওই তরুণীর কাকা। পালিয়ে যাওয়ার সময় তরুণীর মা টর্চের আলোয় চিনে ফেলেন তাকে। তরুণীর মায়ের চিত্কারে ছুটে এসে প্রতিবেশীরা সুইট মণ্ডলকে ধরে ফেলেন। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পাণ্ডুয়া থানার পুলিস সুইটকে জেরা করে রিজানুর রহমান ওরফে ডালিম নামের এক যুবককে গ্রেফতার করে। অভিযোগ, অনেক দিন ধরেই তরুণীকে উত্যক্ত করত ডালিম। প্রতিবাদ করায় ওই তরুণীকে চরম শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় ডালিম। পুলিস জানতে পেরেছে, ১৫ হাজার টাকার লোভ দেখিয়ে ডালিম তরুণীর কাকা সুইট মণ্ডলকে হাত করে ফেলে। তাকেই অ্যাসিড ছোঁড়ার দায়িত্ব দেওয়া হয়।
First Published: Monday, August 27, 2012, 12:18