Last Updated: February 14, 2014 15:13
মহিলার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগে এক যুবককে আটক করল পুলিস। গতকাল ঘটনাটি ঘটে হাওড়ার উত্তর বাকসারায়। রাত নটা নাগাদ বাড়ি ফিরছিলেন মহিলা। আচমকাই ওই মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বাচ্চু সিং।
মহিলার চিত্কারে আশপাশের লোক জড়ো হয়ে যায়। তারাই বাচ্চু সিংকে ধরে সাঁতরাগাছি থানার হাতে তুলে দেয়। মহিলার মুখের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। পুলিসের প্রাথমিক অনুমান, মহিলার সঙ্গে বাচ্চুর পূর্ব পরিচয় ছিল। কোনও ঘটনার প্রতিশোধ নিতেই মহিলার ওপর আক্রমণ করে বাচ্চু।
First Published: Friday, February 14, 2014, 15:13