Last Updated: December 10, 2013 18:26

ইউপিএ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেস সাংসদদের। তার জেরেই দলের কোপের মুখে সিমান্ধ্রের ৬ কংগ্রেস সাংসদ। তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে মুলতুবী প্রস্তাব আনায় দলের ওই ছয় জনকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস নেতৃত্ব।
প্রবীন কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডে সাংবাদিকদের বলেন, "সাংসদরা শৃঙ্খলা ভঙ্গ করলে দল সেদিকে নজর দেবে।" লোকসভায় তাঁর দলের সাংসদরা দলবিরোধী কাজ করলে কংগ্রেস কি কড়া পদক্ষেপ নেব? এই প্রশ্নের জবাবেই সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন শিন্ডে।
লোকসভার শাসকদলের প্রধান সুশীল কুমার বলেন, "আজ সংসদ কক্ষে একাধিক ইস্যু নিয়ে হট্টোগোল শুরু হওয়ায় মুলতুবী প্রস্তাব গ্রহণ করতে পারেননি স্পিকার।" শিন্ডে বলেন, "আজ সংসদকে আলোচনার পরিবেশ ছিল না, কেউ শুনতে চাইছিল না। হট্টগোলের জেরে অধিবেশন মুলতুবী করে দিতে হয়।"
স্পিকার মুলতুবী প্রস্তাব গ্রহণ করলে কী করবে সরকার? তার জবাবে শিন্ডে বলেন, "সরকার তাঁর কাজ করেছে, স্পিকার তাঁর কাজ করবেন।"
First Published: Tuesday, December 10, 2013, 18:26