Last Updated: February 17, 2013 20:04

গার্ডেনরিচের ঘটনার সঙ্গে যুক্ত মন্ত্রীর বিরুদ্ধে আরও কঠোর হওয়া উচিত্ ছিল তৃণমূলের। ফিরহাদ হাকিমকে সরকার ও দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। তার পদত্যাগ করা উচিত ছিল বলে মনে করেন দীপা দাশমুন্সি। রবিবার দলের এক অনুষ্ঠানে এমনই জানান কেন্দ্রীয়মন্ত্রী ।
সিপির বদলি নিয়ে নিয়ম মেনে হয়নি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে কংগ্রেস। দীপা দাস মুন্সির মতে যে ভাবে খেয়াল খুশি মতো কাজ করছে রাজ্য তাতে কংগ্রেসকে কেন্দ্রীয় হস্তক্ষেপের বিষয়ে ভাবতে হবে।
First Published: Sunday, February 17, 2013, 20:04