Last Updated: November 11, 2013 17:07

জুতোর পর এবার পচা টমেটো। দেশের ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদের অস্ত্র এখন পচা টমেটো। ঠিক যেমনটা হয় কলকাতা ময়দানে হেরে গেল, তেমনই হল মস্কোয় ডাচ রাজার শঙ্গে। প্রতিবাদের অঙ্গ হিসাবে টমেটো ছুঁড়ে মারা হল ডাচ রাজ ও তাঁর রাণীকে। রাশিয়া-নেদারল্যান্ডসের ঐতিহাসিক চুক্তি সাক্ষরের উত্সব পালন মস্কোয় এসেছেন ডাচ রাজা উইলেম আলেকজান্দার। রাজার সঙ্গে এসেছেন তাঁর রাণী ম্যাক্সিমা।
সেই সাক্ষরের আগে ডাচ রাজা, রাণী একেবারে রাজকীয় পোশাকে হাজির হন এক সঙ্গীত অনুষ্ঠানে। রাজা-রাণী অনুষ্ঠানে ঢুকতে যাবেন, তেমনই টমেটো উড়ে এসে পড়ল রাজা-রাণীর গায়ে। এই অভিনব প্রতিবাদ দেখালেন দেশের নিষিদ্ধ সংগঠন ন্যাশানাল বলশেভিক পার্টি। এই নিষিদ্ধ সংগঠনের নেতা এদুয়ার্দ লিমোনোভ স্বদর্পে বললেন, পচা টমেটো ছুঁড়ে রাজা-রাণীদের উচিত শিক্ষা দিয়েছি আমরা।
টমেটো ছুঁড়ে প্রতিবাদের কারণ নেদারল্যান্ডসের এক জেলে ন্যাশানাল বলশেভিক পার্টির এক শীর্ষে নেতার রহস্যমৃত্যু। চলতি বছরের জানুয়ারি মাসে আলেকজান্দার দোলমাটোভ নামের সেই নেতা আত্মহত্যা করেন ডাচ গোয়েন্ডাদের হেফাজতে থাকা অবস্থায়। তারই শাস্তি হিসাবে পচা টমেটো ছোঁড়া হল বলে প্রতিবাদীরা জানান।
রাজা-রাণীর উপর টমেটো ছোঁড়ার ঘটনায় বেশ ক্ষুব্ধ ডাচ প্রশাসন। আশঙ্কা টমেটোর আঘাতে না দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায়।
First Published: Monday, November 11, 2013, 17:33