Last Updated: June 26, 2014 22:22

তারকা জগতে আরও এক আত্মহত্যা। এবার আত্মহত্যা করলেন তামিল অভিনেতা বালা মূরলী মোহন। বুধবার রাতে তাঁর চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত নিথর দেহ।
বেশ কিছুক্ষণ ধরে তাঁর ঘরের দরজায় কড়া নেড়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁর স্ত্রী। তখনই ৫৪ বছরের অভিনেতাকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। মৃত্যুর কারণ জানা যায়নি এখনও। সুইসাইড নোট বা অন্য কোনও তথ্য প্রমাণ খুঁজছে পুলিস।
`বয়েজ`, `আল্লিথান্দা ভানম` তাঁর অভিনীত ছবিগুলোর অন্যতম। স্ত্রী ও এক ছেলে রেখে গেলেন তিনি। মৃ্ত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে ছুটে আসেন তামিল ছবির তারকারা।
First Published: Thursday, June 26, 2014, 22:22