Last Updated: February 3, 2014 09:36

রহস্যজনক মৃত্য হল অস্কার জয়ী প্রখ্যাত মার্কিন অভিনেতা ফিলিপ সেমার হফম্যানের। রবিবার নিউইয়র্কে তাঁরই অ্যাপার্টমেন্ট থেকে হফম্যানের মৃতদেহ উদ্ধার হয়।
একটি বহুল প্রচলিত সংবাদপত্রের খবর অনুযায়ী নিউইয়র্কের পুলিস ডিপার্টমেন্ট ইতিমধ্যেই হফম্যানের মৃত্যুর তদন্ত শুরু করেছে। মুখ্য মেডিক্যাল পরীক্ষক এই হলিউডি অভিনেতার মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান শুরু করেছেন।
২০০৫ সালে সেরা অভিনেতার অস্কার জয় করেন হফম্যান। শ্রেষ্ঠ সহঅভিনেতার জন্য তিনবার অস্কারে মনোনয়ন পান তিনি।
First Published: Monday, February 3, 2014, 09:36