Last Updated: March 25, 2014 16:05

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী নন্দা। মঙ্গলবার সকালে মারা গিয়েছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বয়স হয়েছিল ৭৫ বছর।
মারাঠি অভিনেতা-পরিচালক বিনায়ক দামোদর কর্ণাটকির কন্যা নন্দা বলিউডে পা রেখেছিলেন শিশুশিল্পী হিসেবে। ভি সান্তারামের ছবি তুফান অওর দিয়া ছবিতে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন নন্দা। ১৯৯২ সালে মনমোহন দেশাইয়ের সঙ্গে বাকদান হয় নন্দার। দু`বছর পর নিজের বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান মনমোহন। তারপর থেকে সারাজীবন আর বিয়ে করেননি তিনি।
ধূল কা ফুল, দুলহন, ভাবী, নয়া সংসার, জব জব ফুল খিলে, গুমনাম, শোর, পরিনীতা ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন নন্দা। ১৯৮৩ সালে প্রেম রোগ ছবিতে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।
First Published: Tuesday, March 25, 2014, 16:05