Adaibashi Leady raped in Malda

খিদিরপুরের পর এবার মালদা, আদিবাসী তরুণীকে ধর্ষণ, ধৃত ৩

খিদিরপুরের পর এবার মালদা, আদিবাসী তরুণীকে ধর্ষণ, ধৃত ৩ খিদিরপুরের পর এবার মালদার গাজোলে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ। গাজোলের বিশমাইল এলাকায় পাঁচজন যুবক ওই তরুণীকে ধর্ষণ করে। তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হবে।

খিদিরপুরে নারী নির্যাতনের নৃশংসতা রাজ্যের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। তার মধ্যেই গণধর্ষণের অভিযোগ এবার মালদায়। গাজোলে একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন এই তরুণী। তাঁর নিজের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। গ্রামের মানুষের বক্তব্য, কৃষ্ণ মোদী নামে এক যুবকের সঙ্গে তরুণীর প্রণয়ের সম্পর্ক ছিল। গত সোমবার তার সঙ্গেই বেড়াতে যান তরুণী। অভিযোগ, বিশ মাইল এলাকার একটি ধাবায়, কৃষ্ণ মোদী আরও চারজনকে সঙ্গে নিয়ে তরুণীকে গণধর্ষণ করে।

তিনি যে হিংসার শিকার হয়েছেন, তরুণী প্রথমে তা জানানোর সাহস পাননি। কিন্তু শরীর খারাপ হতে থাকায়, গৃহকর্ত্রীকে পুরো ঘটনা জানান তিনি। গাজোল থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। মূল অভিযুক্ত কৃষ্ণ মোদী সহ তিনজনকে গ্রেফতার করে পুলিস। বাকিদের সন্ধানে তল্লাসি চলছে।



First Published: Wednesday, January 22, 2014, 15:13


comments powered by Disqus