Last Updated: June 14, 2012 13:32

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি `বিশ্বাসঘাতক` বলে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের নাম খারিজ করে তৃণমূল নেত্রীর পেশ করা নতুন নাম প্রস্তাবের কঠোর সমালোচনা করে অধীর বাবু আরও বলেন, "ব্যক্তিগত বিদ্বেষ চরিতার্থ করার জন্য এই কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ তাঁকে এই কাজের জন্য ক্ষমা করবেন না।"
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, "মমতা অন্যায় রাজনীতি করছেন।" তিনি আরও বলেন চার শতাংশ পুঁজি নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কঠিন সংঘাতের পথে যাচ্ছে। ভোটের সময় এর ফল পাবে তারা।
রাষ্ট্রপতি পদে মমতা-মুলায়মের দেওয়া সবক`টি নামই খারিজ করে দিয়েছে কংগ্রেস। আজ সকালেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে জনার্দন দ্বিবেদী জানিয়ে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকছেন মনমোহন সিং।
গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায় এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারির নাম প্রস্তাব করেছেন কংগ্রেস হাইকমান্ড। কিন্তু কংগ্রেসের পছন্দ নিয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপরন্তু, সপা প্রধান মুলায়ম সিং-এর সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রপতি পদে তিন ব্যক্তির নাম প্রস্তাব করেছেন তিনি।
First Published: Thursday, June 14, 2012, 13:37