সোনিয়ার জরুরি তলবে অধীর দিল্লি ছুটলেন, জোট জল্পনা হঠাত্‍ ভেসে উঠল

সোনিয়ার জরুরি তলবে অধীর দিল্লি ছুটলেন, জোট জল্পনা হঠাত্‍ ভেসে উঠল

সোনিয়া গান্ধীর জরুরি তলব। তড়িঘড়ি দিল্লি ছুটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তবে কি রাজ্যে জোটের পথেই হাঁটতে চাইছে কংগ্রেস হাইকমান্ড? ধোঁয়াশায় প্রদেশ কংগ্রেস নেতারা। সভানেত্রীর জরুরি তলবে জোটের দরজাই খুলছে বলে আশাবাদী প্রদেশ কংগ্রেসের জোটপন্থী নেতারা।

জোট বিরোধীরা আবার আত্মবিশ্বাসী। রাজ্যে ফের জোট হলে কেন কংগ্রেসের ক্ষতি হবে, প্রদেশ সভাপতি ম্যাডামকে তা বুঝিয়ে আসতে পারবেন বলেই আশাবাদী জোটবিরোধী নেতারা। তবে জোট-জল্পনা উস্কে দিয়ে আপাতত রাজ্য রাজনীতি সরগরম সোনিয়া গান্ধীর জরুরি তলব পেয়ে অধীর চৌধুরীর দিল্লি-যাত্রা নিয়ে। যে যাত্রা নিয়ে রাজ্যে জোর জল্পনা তৈরি হয়েছে।

First Published: Thursday, February 27, 2014, 13:42


comments powered by Disqus