`অধীর গ্রেফতার হলে অচল হবে বাংলা`

`অধীর গ্রেফতার হলে অচল হবে বাংলা`

`অধীর গ্রেফতার হলে অচল হবে বাংলা`অধীর চৌধুরীকে গ্রেফতার করা হলে অচল করে দেওয়া হবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের অভিযোগ, রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই।

অধীর চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বৃহস্পতিবার হাজরায় ছিল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগার জন্য এই অঞ্চলকে বেছে নিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। রেল প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হলে বাংলা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতারা।

First Published: Thursday, October 3, 2013, 21:27


comments powered by Disqus