রাজ্য থমকে রেল, অভিযোগ অধীরের

রাজ্য থমকে রেল, অভিযোগ অধীরের

রাজ্য থমকে রেল, অভিযোগ অধীরের রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্পের কাজ থমকে থাকার জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, অর্থের কোনও অভাব নেই। কিন্তু জমি জটে আটকে রয়েছে সমস্ত প্রকল্প। এই জট কাটাতে রাজ্য সরকারের তরফে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।  

এতদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণটা ঘটালেন মেট্রো রেলের নোয়াপাড়া স্টেশনের উদ্বোধনে এসে।  রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। আটকে রয়েছে মেট্রো সম্প্রসারণের কাজ। রেলমন্ত্রীর অভিযোগ, জমিজট কাটাতে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না কোনও সহযোগিতা।
 
এই অবস্থায় কীভাবে এগোবে ঘোষিত প্রকল্পগুলি? মঞ্চে দাঁড়িয়েই রেলের আধিকারিকদের রেল প্রতিমন্ত্রীর নির্দেশ, চেষ্টা করতে হবে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার।
 

First Published: Wednesday, July 10, 2013, 18:53


comments powered by Disqus