Last Updated: February 24, 2014 13:13

আজ হুগলির পোলবায় যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রবিবার হুগলির পোলবায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে চরম হেনস্থার শিকার হন প্রদেশ কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতাদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে তৃণমূল।
শাসকদলের পাল্টা দাবি, ধর্ষণ নিয়ে রাজনীতি করতে এসে ধাক্কা খেয়েছে কংগ্রেস। যদিও নির্যাতিতার পরিবার শাসকদলের বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ করেছে। আজ পোলবায় যাওয়ার আগে চুঁচুড়ায় যুব কংগ্রেস কর্মী হত্যার প্রতিবাদে মৌন মিছিল করবেন কংগ্রেস নেতারা।
প্রসঙ্গত, ধর্ষিতা স্কুলছাত্রীর পরিবারের ‘পাশে দাঁড়াতে’ গিয়ে হেনস্থার মুখে পড়েন প্রদেশ কংগ্রেস নেতারা। বিক্ষোভকারীদের হাতে ছিল লাঠিসোঁটাও। নেতাদের গাড়িতে চড়চাপড় পড়ে। ইট-পাটকেল উড়ে এসে লাগে গাড়ির কাচে। জনরোষের মুখে পড়ে ওই কিশোরীর সঙ্গে দেখা না করেই কোনও ক্রমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী-সহ প্রদেশ কংগ্রেস নেতারা।
First Published: Monday, February 24, 2014, 13:15