প্রদীপকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হল অধীর চৌধুরীকে

প্রদীপকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হল অধীর চৌধুরীকে

প্রদীপকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হল অধীর চৌধুরীকেলোকসভা ভোটের আগে কংগ্রেসের বড় সিদ্ধান্ত। রাহুল গান্ধীর কথা মেনে বড়সড় রদবদল ঘটনা হল প্রদেশ কংগ্রেসে। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে প্রদীপ ভট্টাচার্যকে সরিয়ে আনা হল অধীর চৌধুরীকে। কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসানোর এআইসিসি-র সিদ্ধান্ত প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়।

এ রাজ্যে কংগ্রেসের ভাঙন রুখে লোকসভায় ভাল ফল করার জন্য অধীরকে দায়িত্ব দেওয়া হল। এ রাজ্য থেকে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস জেতে ৬টি আসন। কিন্তু দলে ভাঙনের পর এবার সেই ৬টি আসন ধরে রাখা বড় চ্যালেঞ্জ অধীর চৌধুরীর।

প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলের খবরে চাঙ্গা কর্মীরা। রাজ্যজুড়ে প্রচার তুঙ্গে তুলতে এখন থেকেই ঝাঁপতে চান অধীর। অধীরকে দায়িত্ব দিয়ে তৃণমূলের সঙ্গে জোটের সব রাস্তা বন্ধ করে দিলেন সোনিয়া গান্ধী, এমনটাই মনে করা হচ্ছে।

First Published: Monday, February 10, 2014, 12:44


comments powered by Disqus