Last Updated: May 9, 2014 22:32

শ্রীনি হটাও ইস্যুতে ফের একবার লড়াইয়ে আদিত্য বর্মা। আইসিসিকে চিঠি দিয়ে আদিত্য ভার্মা জানতে চেয়েছেন, সুপ্রীম কোর্ট যখন শ্রীনিবাসনকে বোর্ডের যাবতীয় কাজ থেকে নিজেকে সরে থাকার নির্দেশ দিয়েছেন,তখন আইসিসি কিভাবে তাঁকে নিয়ে যায় দুবাইয়ের বৈঠকে? এমনকি আইসিসির উদ্দেশ্যে বিহার ক্রিকেট অ্যাসোশিয়েসন সংস্থার সচিবের হুমকি,ব্যবস্থা না নিলে আইসিসিকেও তিনি আদালতে টেনে নিয়ে যাবেন।ফের পত্রবোমা আদিত্য বর্মার। বিহার ক্রিকেট অ্যাসোশিয়েসনের সচিব আদিত্য বর্মা কিছুতেই শ্রীনি হটাও লড়াই থেকে নিজেকে সরিয়ে আনছেন না।
ফের একবার আইসিসিকে চিঠি দিলেন বোর্ডের অনুমোদন বাতিল হওয়া সংস্থা বিহার ক্রিকেট অ্যাসোশিয়েসনের সচিব। চিঠিতে আইসিসির কাছে আদিত্য বর্মা জানতে চেয়েছেন,সুপ্রীম কোর্ট যখন শ্রীনিবাসনকে বোর্ডের যাবতীয় কাজ থেকে নিজেকে সরে থাকার নির্দেশ দিয়েছেন,তখন আইসিসি কিভাবে তাঁকে জামাই আদর করে নিয়ে যায় দুবাইয়ের বৈঠকে। তবে কি আইসিসি নিজের আইনকেই বুড়ো আঙুল দেখাচ্ছে না? এই নিয়ে তৃতীয়বার শ্রীনি ইস্যুতে আইসিসিকে চিঠি পাঠালেন আদিত্য। তাঁর দাবি,যতদিন না তাঁর চিঠির সঠিক জবাব আইসিসি দেবে,ততদিন পর্যন্ত তিনি জবাব চেয়ে যাবেন বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে। পাশাপাশি হুমকি দিয়েছেন ,সঠিক ব্যবস্থা না নিলে আইসিসিকেও তিনি আদালতে টেনে নিয়ে যাবেন। ক্ষুব্ধ আদিত্য বর্মার অভিযোগ,স্পটফিক্সিং ইস্যুতে মুকুল মুদগলের প্রাথমিক রিপোর্টে রয়েছে বোর্ড সভাপতি ও বেশ কয়েকজন ক্রিকেটারের নাম। সুপ্রীম কোর্ট পরবর্তীতে নির্দেশ দিয়েছে,তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার। তারপরেও কিভাবে আইসিসি মৌনতা বজায় রেখে শ্রীনিকে দুবাইয়ের মিটিংয়ে নিয়ে যাচ্ছেন। যা একেবারেই আইসিসির আইনের পরিপন্থী।
First Published: Friday, May 9, 2014, 22:32